বান্দরবানে ১০ হাজার পিস ইয়াবা জব্দ
বান্দরবানের মিয়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। গতকাল শনিবার রাতে উপজেলার ফুলতলী সীমান্ত থেকে এসব ইয়াবা জব্দ করা হয়।
বিজিবি জানায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে ১১-বিজিবির ফুলতলী বিওপির একটি টহলদল। তারা ফুলতলী বিওপির পশ্চিমদিকে কড়ইবাগান এলাকায় পৌঁছালে মাদক কারবারিরা ইয়াবা ফেলে দ্রুত জঙ্গলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি ১১-বিজিবি নিয়ন্ত্রিত ফুলতলী বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার ইব্রাহিম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি ১১-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ আবদুল আজিজ আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। এই অবস্থায় বিজিবি তাদের কর্তব্য পালনে অটুট। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।’