বারিধারায় হলো ‘রাজা নরোদম সিহানুক সড়ক’
রাজধানীর বারিধারায় ‘রাজা নরোদম সিহানুক সড়ক’-এর উদ্বোধন করা হয়েছে। বারিধারা পার্ক রোডের নামকরণ করা হয় ‘রাজা নরোদম সিহানুক সড়ক’।
আজ বুধবার সড়কটির নামফলক উন্মোচন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। এ উপলক্ষে রাজধানীর বারিধারায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কম্বোডিয়ার পররাষ্ট্র ও আন্তর্জাতিক সম্পর্ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াত সোফিয়া, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বাংলাদেশে নিযুক্ত কম্বোডিয়ার রাষ্ট্রদূত উং সিন, কম্বোডিয়া ও থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল কাওনাইন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র মো.জামাল মোস্তফা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই।
অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এবং কম্বোডিয়ার মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান। সেই সম্পর্ক হৃদ্যতা দেখানোর জন্য ২০১৭ সালে কম্বোডিয়ার নমপনের একটি রাস্তা বঙ্গবন্ধুর নামে নামকরণ করা হয়েছে। কম্বোডিয়া বঙ্গবন্ধুর প্রতি যে ভালোবাসা ও শ্রদ্ধা দেখিয়েছে, তারই ধারাবাহিকতায় আজ এ সড়কের নাম কম্বোডিয়ার প্রয়াত রাজার নামে করা হলো। এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরো দৃঢ় হবে।’ তিনি আরো বলেন, ‘মানবতার জন্য কাজ করেছেন বঙ্গবন্ধু, সে কারণে সারা বিশ্বেই বঙ্গবন্ধুর ভক্ত আছে। বঙ্গবন্ধুর প্রতি অনেকেরই দুর্বলতা আছে, তাঁকে স্মরণ করেই সারা পৃথিবীতে এ রকম আগ্রহ রয়েছে।’
বিশেষ অতিথি কম্বোডিয়ার পররাষ্ট্র ও আন্তর্জাতিক সম্পর্ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াত সোফিয়া বলেন, ‘বাংলাদেশের এই আয়োজনে আমি অত্যন্ত আনন্দিত। বিশেষ করে মুজিববর্ষে কম্বোডিয়ার জাতির পিতার নামে একটি সড়কের নামকরণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দুই দেশের মধ্যে যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে এটি তারই স্মারক চিহ্ন। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী হবে এটা আমি বিশ্বাস করি।’