বাসা ভাড়া নেওয়ার কথা বলে বাড়ির মালিককে খুনের অভিযোগ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/06/29/savar_map.jpg)
সাভারে বাসা ভাড়া নেওয়ার কথা বলে একটি বাড়িতে ঢুকে বাড়ির মালিককে হাত-পা বেঁধে খুনের অভিযোগ উঠেছে।
পুলিশ গতকাল মঙ্গলবার রাতে পৌর এলাকার বিনোদনবাইদ এলাকার নিজ বাড়ি থেকে হাজেরা বেগম (৬৫) নামের বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য আজ বুধবার সকালে লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাড়ির দারোয়ান সাইদুল ইসলাম জানান, বোরকা পরা এক নারী গতকাল বিকেলে বাসা ভাড়া নেওয়ার কথা বলে ওই বাড়িতে আসেন। তিনি ওই নারীকে নিয়ে যান ছয়তলা ভবনের চার তলায় হাজেরা বেগমের ফ্ল্যাটে।
এরপর প্রায় ঘণ্টাখানেক সময়ের ব্যবধানে ওই নারী বের হয়ে যান।
রাতে বিশেষ প্রয়োজনে বাড়ির মালিকের ফ্ল্যাটে গিয়ে দরজা খোলা দেখে সন্দেহ হয় দারোয়ানের। ভেতরে ঢুকে হাজেরা বেগমকে হাত রশি দিয়ে, পা ওড়না দিয়ে এবং মুখে স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন।
এরপর প্রতিবেশীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—হাজেরা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। পাশাপাশি অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হয়েছে বলেও জানান তিনি।