বিএনপির মেয়র পদপ্রার্থীর সংবাদ সম্মেলন
দলীয় নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, ভয়ভীতি দেখানো এবং নির্বাচনি পোস্টার ছিঁড়ে ফেলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী নূরুল মিল্লাত। আজ শুক্রবার দুপুরে পৌর এলাকার বেতিয়াকান্দি এলাকায় ওই বিএনপির প্রার্থী এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মেয়র পদপ্রার্থী নূরুল মিল্লাত তাঁর লিখিত বক্তব্যে বলেন, আগামীকাল শনিবার এভিএম পদ্ধতিতে এই পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সম্পূর্ণ নতুন এই পদ্ধতির ভোটগ্রহণ নিয়ে ভোটারসহ আমাদের শঙ্কা থাকলেও, দেশের নির্বাচন প্রক্রিয়াকে সহযোগিতা করতে আমরা নির্বাচনে অংশ নিয়েছি। প্রচার প্রচারণা চালিয়েছি নির্বাচনকে উৎসবমুখর করতে। কিন্তু নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে তাদের কর্মী-সমর্থকদের লেলিয়ে দিয়েছে আমাদের নেতাকর্মী-সমর্থকদের ওপর। তারা বাড়ি বাড়ি গিয়ে নেতাকর্মীদের ভয়ভীতি, হুমকি দিচ্ছে। করছে অশালীন গালিগালাজ।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, অপরদিকে গতকাল বৃহস্পতিবার রাতে আমাদের ২০ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ ৫০ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা করা হয়েছে। সেই মামলায় পৌর বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সংবাদ সম্মেলনে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও অবাধ-গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে এমন হীন পথ পরিহার করতে আওয়ামী লীগ নেতাসহ প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন নূরুল মিল্লাত।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মিল্লাত বলেন, ‘এর আগে বিভিন্ন স্থানে ধানের শীষের পোস্টার ছিঁড়ে ফেলার লিখিত অভিযোগ করলেও স্থানীয় নির্বাচন অফিস কোনো পদক্ষেপ নেয়নি। এ ছাড়া মামলা ও ভয়ভীতি প্রদর্শন বিষয়ে স্থানীয় প্রশাসনসহ নির্বাচন অফিসকে মৌখিকভাবে জানানো হয়েছে।’