বিএনপির সঙ্গে কোয়ার্টার খেলা হয়েছে, ফাইনাল খেলা নির্বাচনে : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির সঙ্গে কোয়ার্টার ফাইনাল খেলা হয়েছে। এরপর সেমিফাইনাল খেলা হবে। নির্বাচনে হবে ফাইনাল খেলা। সব খেলাতেই তারা হারবে।’
আজ সোমবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী বলেন, ’১০ ডিসেম্বর তো গেল। আতঙ্ক সৃষ্টি করা ছাড়া কিছুই করতে পারেনি বিএনপি। সব অচল করে দেওয়ার ছক এঁকে তারা নিজেরাই অচল হয়ে পড়েছে।’
বিএনপির দেওয়া ১০ দফায় নতুন কিছু নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এরপরও খতিয়ে দেখা হচ্ছে মেনে নেওয়ার মতো কোনো দাবি আছে কিনা।’
বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের বিষয়ে তিনি বলেন, ‘বিএনপির সংসদ সদস্যরা চলে গেলেন, এভাবে চলে যাওয়া বড় ভুল, অচিরেই তারা তা বুঝতে পারবেন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত বিভিন্ন পদক্ষেপের উল্লেক করে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা আছেন বলেই মেট্রোরেলের স্বপ্ন এখন বাস্তব, তিনি আছেন বলেই পদ্মা সেতু বাস্তব রূপ নিয়েছে, মহাকাশে পাঠানো গেছে বঙ্গবন্ধু স্যাটেলাইট।
সম্মেলন শুরুর আগে দুপক্ষের মারামারি নিয়ে ওবায়দুল কাদের বলেন, কেন ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটলো তা খতিয়ে দেখতে হবে। বিষয়টি চুয়াডাঙ্গায় আসা কেন্দ্রীয় নেতারা তদন্ত করবেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ২ ডিসেম্বর টাউন ফুটবল মাঠে জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন ও কাউন্সিল অধিবেশন হয়েছিল।