বিকেলে জরুরি বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নতুন করে জামিন আবেদনের শুনানিসহ চলমান পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে জরুরি বৈঠক ডেকেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। আজ শনিবার বিকেলে এ বৈঠকে অংশ নেবেন বিএনপির মহাসচিবসহ দলটির স্থায়ী কমিটির সদস্যরা।
বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শনিবার বিকেল ৪টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হবে।
স্থায়ী কমিটির বৈঠকে সাধারণত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। আজকের বৈঠকেও তিনি সভাপতিত্ব করবেন।
দলীয় সূত্র জানায়, আগামীকাল রোববার খালেদা জিয়ার জামিন শুনানি হওয়ার দিন ধার্য রয়েছে। জামিন না হলে করণীয় নির্ধারণ, চট্টগ্রাম সিটি করপোরেশনে দলীয় প্রার্থী নির্ধারণসহ সাংগঠনিক পরিস্থিতি নিয়ে এই বৈঠক হবে। এ ছাড়া দলের সাংগঠনিক পরিস্থিতি, সরকারের কার্যক্রম পর্যালোচনা, চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসা, সংসদীয় উপনির্বাচন প্রভৃতি ইস্যুতে বৈঠকে আলোচনা হবে।