বিজয় দিবস ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে মৌলভীবাজারে ঘোড়দৌড়
মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে জেলা স্টেডিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা।
সপ্তমবারের মতো ঘোড়দৌড়ে মৌলভীবাজারসহ সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ থেকে আগত ১৪টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। ঐতিহ্যবাহী ঘোড়দৌড় উপভোগ করতে হাজারো দর্শনাথীদের ভিড় জমায় স্টেডিয়ামে।
ঘোড়দৌড় অনুষ্ঠানে পুরষ্কার বিতরণ করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র মো. ফজলুর রহমানসহ অন্যরা।