মৌলভীবাজারে ঐতিহ্যবাহী দৌড়ে ৪৬ ঘোড়া
মৌলভীবাজারে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ৩১ ডিসেম্বর বিকেলে জেলা পরিষদের অয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শহরের এম সাইফুর রহমান স্টেডিয়ামে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ঘোড় দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন কয়েক হাজার দর্শক।
সিলেট বিভাগের চারটি জেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে ৪৬টি ঘোড়া নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমানের সভাপতিত্বে ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুনের সঞ্চালনায় অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র মো. ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন প্রমুখ।