বিদ্রোহী মেয়র পদপ্রার্থী হওয়ায় আ.লীগ থেকে বহিষ্কার
কেন্দ্রের নির্দেশ উপেক্ষা করে কলারোয়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী হওয়ায় জেলা আওয়ামী লীগের সদ্য গঠিত কমিটির সদস্য সাজেদুর রহমান খান চৌধুরী মজনুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশীদ বলেন ‘সাজেদুর রহমান খান চৌধুরী মজনু দলের নির্দেশনা উপেক্ষা করে মেয়র পদপ্রার্থী হওয়ায় তাঁর বিরুদ্ধে গঠনতান্ত্রিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে কেন্দ্রের কাছে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সুপারিশ করা হয়েছে।’
জানতে চাইলে সাজেদুর রহমান খান চৌধুরী মজনু বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে কলারোয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়কের দায়িত্ব পালন করেছি। সদ্য গঠিত জেলা আওয়ামী লীগের কমিটির সদস্য হয়েছি। জনগণের দাবির মুখে আমি মেয়র পদপ্রার্থী হয়েছি। এতে ঈর্ষান্বিত হয়ে একটি মহলের প্ররোচণায় আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানতে পেরেছি।’
তা সত্ত্বেও তিনি স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে দৃঢ়ভাবে জানান সাজেদুর রহমান খান চৌধুরী মজনু।