বোমা তৈরির সময় বিস্ফোরণে ইউপি সদস্য নিহত
বোমা তৈরির সময় বিস্ফোরণে যশোরের ঝিকরগাছায় নাজমুল ইসলাম লিটন (৪২) নামে ইউনিয়ন পরিষদের এক সদস্য নিহত হয়েছেন।
নাজমুল উপজেলার হাজিরবাগ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি পাঁচপোতা গ্রামের আব্দুল ওহাবের ছেলে। নাজমুল ওই গ্রামেরই আওয়ামী লীগ নেতা ওমর আলী হত্যা মামলার আসামি ছিলেন।
হাজিরবাগ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু গণমাধ্যমকে বলেন, গতকাল সোমবার দুপুর ১টার দিকে উপজেলার পাঁচপোতা গ্রামের পরিত্যক্ত একটি বাড়িতে লিটন ও আরও কয়েকজন বোমা তৈরি করছিলেন। এ সময় হঠাৎ একটি বোমা বিস্ফোরিত হলে তিনি গুরুতর জখম হন।
সঙ্গে থাকা লোকজন প্রথমে নাজমুলকে গোপন স্থানে রেখে চিকিৎসা করাচ্ছিলেন। কিন্তু রাতে তাঁর অবস্থার অবনতি হতে থাকে। পরে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। পথে রাত আড়াইটার দিকে তিনি মারা যান।
ঝিকরগাছা থানার উপপরিদর্শক (এসআই) সাহিদুজ্জামান গণমাধ্যমকে বলেন, নাজমুল ইসলাম লিটনের মরদেহ আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে থানায় আনা হয়। মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা হবে। বোমা তৈরির সময় সেখানে আরও কারা কারা উপস্থিত ছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে।