ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ সমাবেশ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/04/02/-brahmanbaria-bikkhob-pik.jpg)
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। আজ শুক্রবার বিকেলে শহরের টি এ রোডে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা মোড়ে বিপুল মাদ্রাসা ছাত্রদের অংশগ্রহণে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা সাজিদুর রহমান, জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি মোবারক উল্লাহসহ অন্যরা।
এ সময় বক্তারা বলেন, মাদ্রাসায় যারা হামলা করেছে তাদের আইনের আওতায় আনতে হবে এবং নিহতের ঘটনায় সঠিক তদন্ত করে দায়ীদের বিচারের দাবি জানান।
এছাড়া আহতদের সুচিকিৎসার পাশাপাশি বিনা কারণে কোনো নিরাপরাধ মানুষকে যেন হয়রানি করা না হয় সেই দাবি জানায়। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
এদিকে, হেফাজতের বিক্ষোভকে কেন্দ্র করে শহরের নিরাপত্তায় বিপুল পুলিশ, বিজিবি, র্যাবসহ আইনশৃঙ্খলা বহিনী দায়িত্ব পালন করে।