ভারতীয় ভ্যারিয়েন্ট ভয়ংকর রূপ নিচ্ছে : সাবেক স্বাস্থ্যমন্ত্রী
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক সবাইকে স্বাস্থ্য সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘বর্তমান সময়ে বাংলাদেশে ভারতীয় ভ্যারিয়েন্ট ভয়ংকর রূপ নিয়ে ধরা পড়েছে। শতকরা ৯০ থেকে ৯৫ জন মানুষ অসচেতনতার কারণে একেকজনের মাধ্যমে আক্রান্ত হচ্ছেন।’
আ ফ ম রুহল হক বলেন, ‘সাতক্ষীরায়ও করোনার ক্ষতিকর প্রভাবে অনেকের মৃত্যু হয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন বহু মানুষ।’
আজ শনিবার বেলা ১১টার দিকে জেলা আওয়ামী লীগ আয়োজিত করোনা সচেতনতামূলক প্রচারণা ও উদ্বুদ্ধকরণ শোভাযাত্রায় একথা বলেন সাবেক এ স্বাস্থ্যমন্ত্রী।
বেলা ১১টার দিকে প্রবল বৃষ্টির মধ্যেও শহরের খুলনার মোড় থেকে শুরু হয় এই শোভাযাত্রা। এতে আরও অংশ নেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলাম, জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, আওয়ামী লীগ নেতা হারুনার রশিদ, ডা. সুব্রত কুমার ঘোষ, লায়লা পারভীন সেজুতি প্রমুখ।
শোভাযাত্রায় ডা. আ ফ ম রুহুল হক বলেন, সাতক্ষীরায় হঠাৎ করেই করোনা আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা বেড়ে গেছে। যা আগে কখনও দেখা যায়নি। তবে, সবই প্রতিরোধযোগ্য যদি আমরা সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলি।’
বিনা প্রয়োজনে সাধারণ মানুষকে ঘরের বাইরে না আসার জন্য অনুরোধ জানিয়ে সবাইকে অবশ্যই মাস্ক পরার এবং স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান সাবেক স্বাস্থ্যমন্ত্রী।