ভোলার লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী বহন করায় জরিমানা
স্বাস্থ্যবিধি না মেনে লঞ্চ চলাচল করছে- এনটিভিতে এমন সংবাদ প্রকাশের পর ভোলার ইলিশা ঘাটে অভিযান চালিয়ে অতিরিক্ত যাত্রী বহন করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকালে এই জরিমানা করা হয়। স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী পরিবহন করায় এসটি খিজির-৫ লঞ্চকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. দিদারুল আলম।
দীর্ঘ প্রায় দুই মাস পর কিছু স্বাস্থ্যবিধি মেনে চলার শর্ত সাপেক্ষে ভোলার সঙ্গে রাজধানীসহ দেশের মূল ভূখণ্ডের লঞ্চ চলাচল শুরু হয়েছে। করোনাভাইরাসের ঝুঁকি নিয়ে লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল। ফলে যাত্রীরা প্রতিনিয়ত স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছিলেন। এ নিয়ে গতকাল মঙ্গলবার এনটিভিতে সংবাদ প্রকাশ করা হলে প্রশাসনের নজরে আসে। তাই এই জরিমানা আদায় করা হয়।
ভোলা থেকে প্রতিদিন সকালে এসটি খিজির-৫ লঞ্চটি লক্ষ্মীপুরের মজু চৌধুরীহাট ঘাটে যাতায়াত করে থাকে। এ ছাড়া আরো লঞ্চ আছে যারা স্বাস্থ্যবিধি না মেনে যাত্রী পরিবহন করছে। ওই সব লঞ্চে গাদাগাদি করে যাত্রী নেওয়া হচ্ছে। তাই সাধারণ মানুষ তাদেরও নজরদারীর আওতায় আনার দাবি জানিয়েছে।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ দ্রুত সময় বন্দরনগরী চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে যাতায়াত করা সহজ বলেই এইরুট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।