ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত
কিশোরগঞ্জের ভৈরবে গতকাল শুক্রবার পবিত্র শবে বরাতের রাতে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে ফেরার পথে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন এক কাপড় ব্যবসায়ী। তার নাম মনির হোসেন মৌসুম (২৪)।
তাকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা একটি মোবাইল ফোনসহ নগদ অর্থ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। তিনি ঢাকার উত্তরায় কাপড়ের ব্যবসা করেন। গতকাল দিনগত রাতে ভৈরব দুর্জয় মোড় সংলগ্ন সিলেট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। মৌসুম ভৈরবের ভৈরবপুর এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, পবিত্র শবে বরাত উপলক্ষে নিজ জন্মস্থান ভৈরবে পরিবারের সঙ্গে নামাজ আদায় করতে বাড়িতে আসেন কাপড় ব্যবসায়ী মনির হোসেন মৌসুম। মসজিদে শবে বরাতের নামাজ শেষ করে গতকাল ভোররাতে বাসায় ফেরার পথে দুর্জয় মোড় সংলগ্ন সিলেট বাসস্ট্যান্ড এলাকায় পাঁচ-ছয়জন ছিনতাইকারীর দল হঠাৎ তার গতিপথ রোধ করে গলায় ছুরিকাঘাত করে গুরুতর জখম করে।
এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।
এ বিষয়ে আহত ব্যবসায়ীর বড় ভাই যুবলীগ নেতা মশিউর রহমান মুরাদ বলেন, ‘এমন একটি পবিত্র রাতেও ভৈরবের জনগণ নিরাপদে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারছে না। ভৈরবের বিভিন্ন স্থানে প্রায়ই ছিনতাইচক্র পথচারীদের হতাহত করে সর্বস্ব ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। যা খুবই উদ্বেগজনক।’ এসব ঘটনার প্রতিরোধে প্রশাসনের আরও নজরদারি বাড়ানো উচিত।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, ছিনতাইকারীর কবলে পড়ে এক ব্যবসায়ীর আহতের ঘটনাটি জেনেছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়ার পর আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।