ভৈরবে ড্রেজার দিয়ে বিল ভরাটের দায়ে জরিমানা
কিশোরগঞ্জের ভৈরবে ড্রেজারের মাধ্যমে বিল ভরাট করার দায়ে সেলিম মিয়া নামের এক ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে পৌর শহরের কালীপুর ও পলতাকান্দা গ্রামের মধ্যবর্তী বিলে অভিযান চালিয়ে এই অর্থদণ্ডাদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা।
স্থানীয় লোকজন জানায়, সপ্তাহব্যাপী কালীপুর-পলতাকান্দা গ্রামের মধ্যকার বিলটি ড্রেজারের মাধ্যমে বালু দিয়ে ভরাট করে যাচ্ছিলেন বিলের দাবি করা মালিক আবু কালাম নামের এক ব্যক্তি। এই খবর পেয়ে গতকাল বিকেল ৫টার দিকে ওই এলাকা পরিদর্শনে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা। এ সময় তিনি ঘটনার সত্যতা দেখতে পান এবং ঘটনাস্থলে ড্রেজার মালিক সেলিম মিয়াকে আটক করেন।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ এর ১৫ (১) ধারা মোতাবেক সেলিম মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন। পাশাপাশি ড্রেজারটি জব্দ এবং ৪০০ ফুট পাইপ ধ্বংস করার নির্দেশ দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা বলেন, ‘ঘটনাস্থলে ভূমির মালিককে পাওয়া যায়নি। তাই তাঁকে দণ্ড দেওয়া যায়নি। ড্রেজার মালিককে দণ্ড প্রদানসহ বিল ভরাট বন্ধ করে দিয়েছি। ড্রেজার জব্দসহ পাইপ ধ্বংস করে দেওয়া হয়েছে।’