ভৈরবে ফেনসিডিলসহ কিশোর গ্রেপ্তার
কিশোরগঞ্জের ভৈরবে ২৫ বোতল ফেনসিডিলসহ আমির হোসেন (১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্ত থেকে তাকে আটক করা হয়।
আটক হওয়া আমির হোসেনের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বনগাঁও (গুচ্ছগ্রাম) এলাকায়।
পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আমির হোসেনকে আদালতে সোপর্দ করা হয় বলে জানিয়েছেন ভৈরব থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা।
পুলিশ জানায়, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে আজ শনিবার দুপুর ২টার দিকে ভৈরব থানার ওসি মো. গোলাম মোস্তফার নেতৃত্বে ওই এলাকায় বিভিন্ন যানবাহনে তল্লাশিকালে আমির হোসেনকে আটক করা হয়। পরে তার কাছে থাকা ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে জব্দ করা হয়।