ভৈরবে ভেজাল মসলা জব্দ, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
কিশোরগঞ্জের ভৈরবে আড়াইশ কেজি ভেজাল মসলা জব্দ করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ। এ সময় মসলায় মেশানোর উপকরণ হিসেবে ক্ষতিকর বিভিন্ন রকমের রং, চাল ও ধানের কুঁড়াও জব্দ করা হয়। পরে সেগুলো ধ্বংস করে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ জানান, আজ শনিবার ছুটির দিনে সকাল থেকেই অফিসে নথিপত্রের পেন্ডিং কাজগুলো করছিলাম। দুপুরের দিকে একটি অপরিচিত নম্বর থেকে দুটি মিলে হলুদ-মরিচে ভেজাল কিছু মেশানোর তথ্য দেন। পরে পুলিশসহ জনবল নিয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এর আগেই মিল খোলা রেখে মালিক ও কর্মচারী পালিয়ে যান।
জুলহাস আরও জানান, সেখানে হলুদ ও মরিচে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিভিন্ন রঙ ও নানা রকম কেমিক্যাল, কমমূল্যের পঁচাচাল ও ধানের কুঁড়া মিশানো হচ্ছিল। কারখানাটি থেকে এ সময় জব্দ করা হয় ৭০ কেজি পঁচা মরিচ, ভেজাল মেশানো ১০০ কেজি করে হলুদ ও মরিচের গুঁড়া।
অন্যদিকে, ভৈরব বাজারের বিভিন্ন দোকানে মূল্য তালিকা না থাকায় এবং রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করায় সাত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৪৪ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া দুটি দোকানকে সিলগালা করা হয়। উচ্ছেদ করা হয় কাপড় ও মিষ্টিপট্টির রাস্তা দখল করে রাখা বেশ কিছু দোকান।
অভিযানে ভৈরব থানা পুলিশ, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নাছিমা বেগমসহ পৌরসভা ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন। অনুরূপ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।