ভৈরবে মেঘনা ও কালী নদীতে অভিযান, ৯ জেলেকে জরিমানা
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মেঘনা ও কালী নদীতে অভিযান চালিয়ে এক লাখ মিটার কারেন্ট ও ১৫টি রিংজাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নয় জেলেকে আটক করে জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলার গজারিয়া, সাদেকপুর ও আগানগর ইউনিয়নের মেঘনা ও কালী নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
উপজেলা মৎস্য বিভাগ জানায়, প্রজনন মৌসুম ৪ থেকে ২৫ অক্টোবর ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞার পর্যবেক্ষণে বের হয়ে আজ সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল হোসেন সৌরভের নেতৃত্বে মেঘনা ও কালী নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় মৎস্য বিভাগ। এ সময় কারেন্টজাল ও চায়না দোয়ারি বা রিংজাল দিয়ে ইলিশ ধরায় নয় জেলেকে আটক ও এক লাখ মিটার কারেন্ট ও ১৫টি রিংজাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। আটককৃত জেলেদের প্রত্যেককে তিন হাজার টাকা করে জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমান বলেন, ‘ইলিশ আমাদের জাতীয় সম্পদ। ইলিশ রক্ষায় প্রজনন মৌসুমে মা মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার। সেই নিষেধাজ্ঞা অমান্য করে তারা ইলিশ মাছ আহরণ করছিল। তাই তাদের জালসহ আটক করা হয়।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সাল হোসেন সৌরভ জানান, অভিযানে আটক নয় জেলেকে মৎস্য আইনে আর্থিক জরিমানা এবং জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।