ভৈরবে শ্মশানঘাট থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরবের পঞ্চবটী শ্মশানঘাট এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৬) পা বাঁধা ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে নৌ পুলিশ লাশটি উদ্ধার করে। মৃত যুবকের পরনে ছিল নীল রঙের ফুলহাতা চেক শার্ট ও নীল রঙের জিন্স প্যান্ট।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের পঞ্চবটী শ্মশানঘাট এলাকায় রাত ১০টার দিকে জেলেরা পা বাঁধা অবস্থায় একটি লাশ পানিতে ভাসতে দেখে স্থানীয় কাউন্সিলরকে জানান। কাউন্সিলর নৌ থানার পুলিশকে খবর দেন। পুলিশ এসে রাত সাড়ে ১১টার দিকে নদী থেকে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে পৌর কাউন্সিলর মমিনুল হক রাজু জানান, এলাকার জেলেদের মাধ্যমে খবর পেয়ে নৌ পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়। উদ্ধার করা লাশটি অপরিচিত বলে জানান তিনি। অন্য কোনো জায়গা থেকে পানির স্রোতে ভেসে আসতে পারে বলে ধারণা করেন তিনি।
ভৈরব নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) রাসেল আহম্মদ জানান, লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। সুরতহাল রিপোর্টে মৃত যুবকের পা বাঁধা অবস্থায় গলায় ধারালো ছুরির আঘাতে চিহ্ন পাওয়া গেছে। পরিচয় শনাক্তের জন্য কাজ করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশটি আজ বুধবার সকালে কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।