ভৈরবে ৩৪ কেজি গাঁজা ও দুই ট্রাক জব্দ, আটক ৪
কিশোরগঞ্জের ভৈরবে পৃথক দুটি অভিযানে গাঁজা ও দুটি মিনিট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত চারজনকে আটক করেছে ভৈরব র্যাব-১৪ ক্যাম্পের সদস্যরা।
আটককৃতরা হলেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামের ট্রাকচালক ফয়সাল মিয়া (৩৫), একই এলাকার ফয়সালের সহকারী ইউনুস মিয়া (৪০), চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চিরকা গ্রামের ট্রাকচালক সোহেল (২৩) ও তাঁর সহকারী ওসমান (২২)।
র্যাব জানায়, আজ বুধবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক স্কোয়াড কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথের নেতৃত্বে একটি দল ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড়ে অভিযান চালায়। এ সময় ট্রাকচালকসহ দুজনকে আটক করা হয়। পরে ট্রাকটি তল্লাশি করে ১৫ কেজি ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
অপরদিকে, আজ দুপুর দেড়টার দিকে একই এলাকা থেকে ১৯ কেজি গাঁজা জব্দ এবং দুজনকে আটক করা হয়েছে।
এ অভিযানে মোট ৩৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও দুটি মিনিট্রাক জব্দ এবং চারজনকে আটক করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা।