মনোহরদী পৌর নির্বাচনে আওয়ামী লীগপ্রার্থী জয়ী
নরসিংদীর মনোহরদী পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগপ্রার্থী আমিনুর রশিদ সুজন আট হাজার ৮৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
আজ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে কেন্দ্রে কেন্দ্রে ফলাফল গণনা করা হয়। এখানে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়। ফলে দ্রুত ফলাফল পাওয়া যায়।
নৌকার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. মাহমুদুল হক পেয়েছেন ৫৮৫ ভোট। মোট ভোট কাস্ট হয়েছে ১০ হাজার ২৫০ ভোট। বাতিল হয়েছে নয়টি ভোট।
এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আবদুল মান্নান (হাতপাখা) পেয়েছেন ৪০২ ভোট ও স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র আলফাজ উদ্দিনের ভাতিজা ইমরান আহমেদ (মোবাইল ফোন) প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭৩ ভোট।
কোনোপ্রকার সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়। মনোহরদী পৌরসভায় মোট ভোট ১৩ হাজার ৭৯৮টি। এর মধ্যে পুরুষ ভোটার ছয় হাজার ৫৮০ জন, মহিলা ভোটার সাত হাজার ২১৮ জন।
নির্বাচনে মোট নয়টি ভোটকেন্দ্রের ৪০টি বুথে ভোটগ্রহণ করা হয়। এ ছাড়া পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ৩০ জন প্রার্থী কাউন্সিলর এবং তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।