মহানবী (সা.)-কে কটূক্তি, প্রবাসীর বিরুদ্ধে শরীয়তপুরে মামলা
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় প্রবাসী রাজিব মুন্সির (৩০) নামে শরীয়তপুরের পালং থানায় মামলা হয়েছে। ধর্মীয় সম্প্রীতিতে আঘাত ও ধর্মীয় উসকানি দেওয়ার অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাতে এই মামলা করা হয়। রাজিব নিজের ফেসবুক পেজে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন।
পুলিশ ও পরিবারসূত্রে জানা গেছে, ইতালি প্রবাসী রাজিব মুন্সীর বাড়ি শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সিংগারিয়া গ্রামে। তিনি কয়েক বছর ধরে বেপরোয়া জীবনযাপন করছেন। এ বছর তিনি জার্মানিতে যান। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।
জার্মানিতে বসে রাজিব গত বুধবার নিজের ফেসবুক পেজ থেকে আল্লাহ এবং তাঁর রাসূল হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেন।
গতকাল রাতেই ধর্মীয় সম্প্রীতিতে আঘাত ও ধর্মীয় উসকানি দেওয়ার অভিযোগে রাজিব মুন্সিকে আসামি করে পালং মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদ রনি বাদী হয়ে একটি মামলা করেন।
আংগারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার আরিফ মোল্লা বলেন, ‘আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে রাজিব মুন্সি যে বাজে ভাষায় মন্তব্য করেছেন, বিশ্বের কোনো মুসলমান তা মেনে নেবে না। ওই রাজিবকে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’ যদিও তিনি রাজিবের পরিবারের লোকজনকে সম্বন্ধে বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে তাদের চিনি। তাঁরা ধার্মিক পরিবার।’
রাজিবের বাবা সেলিম মুন্সি বলেন, ‘গত পরশু আল্লাহ এবং তার রাসুল (সা.)-কে নিয়ে ভিডিও করে রাজিব যেসব বাজে ভাষা বলেছে, এতে আমি অনেক ব্যথিত, লজ্জিত। আমার হৃদয় কেঁদেছে। আমি তাঁকে সন্তান মনে করি না।’
এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদী পালং মডেল থানার এসআই মাহমুদ রনি বলেন, ‘রাজিব মুন্সির বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে দণ্ডবিধি ১৫৩/২০৯৮ ধারায় মামলা করা হয়েছে।’
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, ‘রাজীব মুন্সি নামে এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আল্লাহ এবং তাঁর রাসুল (সা.) সম্পর্কে কটূক্তি করে একটি ভিডিও করায় ওই যুবকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এখন সে দেশের বাইরে আছে।’