মহেষখালীতে গোলাগুলিতে তিনজন আহত, ৬ লাখ ইয়াবা জব্দ
কক্সবাজারের মহেষখালী উপজেলায় ইয়াবা কারবারীদের মধ্যে গোলাগুলির ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। একই সময়ে অভিযান চালিয়ে ছয় লাখ ২২ হাজার ইয়াবা জব্দ করেছে পুলিশ। আজ সোমবার সকালে কক্সবাজার পৌরসভার সিকদারপাড়া এলাকার একটি গ্যারেজে পুড়ে যাওয়া প্রাইভেটকার থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়।
গুলিবিদ্ধরা হলেন নুর হোসেন (৪০), কাউছার (৩০) ও ভূবন (৩৫)।
মহেশখালী থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মহেশখালী পৌরসভার বর্তমান মেয়র মকসুদ মিয়া ও তাঁর চাচাতো ভাই সালাউদ্দিন গ্রুপের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ হয়। এতে তিনজন গুলিবিদ্ধ হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান আজ দুপুরে মহেশখালীর ঘটনাস্থল পরিদর্শন করে জানান, আজ ভোরে পৌরসভার সিকদারপাড়া এলাকায় মেয়র কার্যালয়ের পাশে দুপক্ষের মধ্যে গোলাগুলির সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এক পর্যায়ে সেখানে পৌঁছে একটি গ্যারেজে অগ্নিকাণ্ড দেখতে পায়। পরে আগুনে পুড়ে যাওয়া একটি প্রাইভেটকারের মধ্যে ইয়াবা রয়েছে -এমন তথ্যের ভিত্তিতে পুলিশ গাড়িটিতে তল্লাশি করে। সেখান থেকে ছয় লাখ ২২ হাজার পিস ইয়াবা জব্দ করে। জব্দকৃত ইয়াবার মধ্যে দুই লাখ ২০ হাজার পিস ইয়াবার প্যাকেটসহ কিছু অংশ পুড়ে গেছে।
পুলিশ সুপার আরও জানান, ইয়াবার উৎস ও কারবারের সঙ্গে কে বা কারা জড়িত তার খোঁজ নিচ্ছে পুলিশ। পাশাপাশি গোলাগুলির ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, স্থানীয় সূত্রে জানা যায়, মেয়র মকছুদ মিয়ার সঙ্গে তার চাচাতো ভাই সালাউদ্দিনের বিরোধ চলছিল। এরই জের ধরে উভয় পক্ষের মধ্যে গত রাতে গোলাগুলির ঘটন ঘটে। সালাহউদ্দিন ও মেয়র গ্রুপের বিরুদ্ধে ইয়াবা কারবারের অভিযোগ রয়েছে। এর আগে মেয়রপুত্র এক লাখ ইয়াবাসহ আটক হয়েছিলেন।
অপরদিকে, সালাহউদ্দিন মহেশখালীর একমাত্র যুদ্ধাপরাধ মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি মৌলভী জাকারিয়ার ছেলে।