মাগুরায় খেটে খাওয়া মানুষদের ঘরে যাচ্ছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী
করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে মাগুরায় জেলা প্রশাসনের উদ্যোগে খেটে খাওয়া মানুষদের বাড়ি বাড়ি গিয়ে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসনের সহায়তায় আজ শুক্রবার সদর উপজেলা মিলনায়তনে এক হাজার পরিবারের জন্য চাল, ডাল, আলু ও সাবানসহ নিত্যপ্রয়োজনীয় মালামাল প্যাকেটজাত করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সুফিয়ান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী, আমরা এরই মধ্যে যাঁরা খেটে খাওয়া মানুষ, তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছি। জেলা প্রশাসন থেকে এক হাজার মানুষের জন্য এক কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি তেল, তিন কেজি আলু এবং হাফ কেজি লবন, একটি সাবান, এভাবে করে এক একটি ফ্যামিলির জন্য আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে প্যাকেটজাত করে আমাদের সব ইউনিয়নে খেটে খাওয়া মানুষদের ঘরে ঘরে পৌঁছে দেব।’
এ ছাড়া উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে শহরে সামাজিক দূরত্ব বজায় রেখে টিসিবির সামগ্রী বিক্রি করা হয়েছে। এদিকে, জেলা শহরে কর্মরত সাংবাদিকদের মধ্যে ব্যক্তিগত সুরক্ষা উপকরণ-পিপিই বিতরণ করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।