মাগুরায় ভারতফেরত তিনজনের করোনা পজিটিভ
মাগুরায় হোটেল কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত ৯৭ জনের মধ্যে তিনজনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তবে তাদের দেহে ভারতীয় ভ্যারিয়েন্ট আছে কি না তা এখনো জানা যায়নি।
মাগুরার সিভিল সার্জন ডা. শহিদুল্লাহ দেওয়ান জানান, করোনা পজিটিভ তিনজনকেই মাগুরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে রাখা হয়েছে। আগামীকাল শুক্রবার তাদের দেহে ভারতীয় ভ্যারিয়েন্ট আছে কি না তা পরীক্ষা করা হবে।
আক্রান্ত তিনজনের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তারা কুষ্টিয়া, টাঙ্গাইল ও সাতক্ষীরা জেলার বাসিন্দা বলে সিভিল সার্জন জানিয়েছেন।
গত ৮ মে রাতে ভারতফেরত ৯৭ জনকে স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে মাগুরা শহরের সৈকত, ঈগল ও মন্ডল আবাসিক হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়।