মাগুরায় ৭০টি অক্সিজেন সিলিন্ডার দিল মীর সিমেন্ট
দেশের বর্তমান করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে মাগুরার সাধারণ মানুষের জন্য ৭০টি অক্সিজেন সিলিন্ডার ও এন-৯৫ মাস্ক হস্তান্তর করেছে মীর সিমেন্ট লিমিটেড। আজ সোমবার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নাবা-ই জাহির মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের কাছে এসব হস্তান্তর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান, মীর গ্রুপের চিফ রিলেশন অফিসার মো. রফিকুল ইসলাম, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার শাহেদ পারভেজ, মানবসম্পদ বিভাগের সিনিয়র ম্যানেজার সৈয়দ মিরাজ আহসানসহ অন্য কর্মকর্তারা।
মাগুরার জেলা প্রশাসক মীর সিমেন্টের এই উদ্যোগকে স্বাগত জানান।
অনুষ্ঠানে মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাবা-ই জাহির বলেন, করোনাভাইরাসের কারণে সৃষ্ট সমস্যা লাঘবের জন্য মীর সিমেন্ট সব সময় সাধারণ মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও মীর সিমেন্টের পক্ষ থেকে এই ধরনের সহায়তা অব্যাহত থাকবে।