মাজার জিয়ারতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছৈয়দুল ইসলাম (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুল মাবুদ নামের অপর এক ব্যক্তি আহত হন।
আজ শনিবার সকাল ৯টায় উপজেলার চাম্বল ইউনিয়নের বড় মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। নিহত ছৈয়দুল চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের তাজুল ইসলামের ছেলে। ছৈয়দুল ও মাবুদ দুজনেই মোটরসাইকেল নিয়ে কুতুবদিয়ার মালেক শাহের মাজার জিয়ারত করতে যাচ্ছিলেন।
নিহতের চাচাত ভাই হাজি মো. সোলাইমান পাশা চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ছৈয়দ ও আব্দুল মাবুদ আজ সকালে কুতুবদিয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। এ সময় বাঁশখালীর চাম্বল বড় মাদ্রাসা পর্যন্ত পৌঁছালে দুর্ঘটনা ঘটে। এতে ছৈয়দ গুরুতর আহত হন। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে দুপুর ১টার দিকে মৃত্যু হয়।