গাজীপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, দুই বাসে আগুন
গাজীপুর সিটি করপোরেশনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভোগরা এলাকায় বাসচাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুটি বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। গতকাল বুধবার (৩ অক্টোবর) রাত ৮টার দিকে ভোগরা কলম্বিয়া গার্মেন্টস সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর এ দুর্ঘটনা ঘটে।
এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক পারাপারের সময় ঢাকা থেকে আসা একটি বাস ওই যুবককে ধাক্কা দেয়। বৃষ্টির কারণে বাসও ব্রেক করতে পারেনি। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা গেছে। কয়েকজন মানুষ পরে দুটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে।
বাসন থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘শুনেছি, কলম্বিয়া এলাকায় একজন যুবক বাসের ধাক্কায় মারা গেছে। বিক্ষুব্ধ জনতা পরে বাসে আগুন দিয়েছে। তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানা যায়নি।’