মাদক মামলায় জামিন পেলেন অভিনেত্রী একা
রাজধানীর হাতিরঝিলের নিজ বাসায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তারের সময় মাদকদ্রব্য পাওয়ার অভিযোগের মামলায় জামিন পেয়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী একা। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান এই আদেশ দেন।
অভিনেত্রী একা মাদক মামলায় জামিন পেলেও গৃহকর্মীকে নির্যাতনের মামলায় জামিন পাননি, তাই তিনি এখনি মুক্তি পাচ্ছেন না।
গত ৩১ জুলাই গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে অভিনেত্রী একাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় পুলিশ একার বাসায় অভিযান চালিয়ে রুমের বিছানার ওপর থেকে পাঁচ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা ও ৫৫০ মিলিগ্রাম মদ উদ্ধার করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
এরপরে ১ আগস্ট একাকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
এজাহারে বাদী উল্লেখ করে বলেন, গৃহকর্মী হাজেরা বেগম মাসিক তিন হাজার টাকা বেতনে তিন মাস ধরে কাজ করে আসছিলেন। কাজ শেষে গত ৩১ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে একার কাছে পাওনা বকেয়া বেতনের দুই মাসের ছয় হাজার টাকা চান। তখন একা তাঁকে বলেন, তোকে দিয়ে আর কাজ করাবো না। এরপর হাজেরা বেগমকে গলা ধাক্কা দেন। পাওনা টাকা না দিলে যাবে না জানালে হাজেরা বেগমকে এলোপাতাড়ি মারপিট করেন এবং রান্নাঘর থেকে বটি এনে মাথায় কোপ দেন। হাজেরা বেগম হাত দিয়ে ঠেকাতে গেলে তাঁর বাঁ হাত জখম হয়। তখন ভিকটিম চিৎকার দিলে একা তাঁর মুখ চেপে ধরে ভয়ভীতি দেখায়।