মাদারীপুরের সড়কে চেকপোস্ট বসিয়ে হয়রানির অভিযোগ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/12/09/madaripur-bnp-news-pic-.jpg)
রাজধানীতে গণসমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের পুলিশ চেকপোস্ট বসিয়ে বাধা সৃষ্টি ও হয়রানি করছে বলে অভিযোগ করেছে মাদারীপুর জেলা বিএনপি। এই জেলা থেকে প্রায় ১০ হাজার নেতাকর্মী গণসমাবেশে যোগ দেওয়ায় কথা রয়েছে বলে দাবি তাদের। ইতোমধ্যে জেলার গুরুত্বপূর্ণ নেতারা ঢাকায় অবস্থান করছেন বলেও জানায় দলটি।
বিএনপিনেতা জামিলুর রহমান মিঠু বলেন, ‘বাংলাদেশের জনগণ ও গণতন্ত্রের জন্য বাধা হচ্ছে আওয়ামী লীগ। তবে আমরা তাদের সব বাধা অতিক্রম করে ১০ তারিখের গণসমাবেশে মুক্তিকামী জনগণকে নিয়ে সমাবেশ সফল করব।’
মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ জানান, গত বুধবার থেকে জেলা বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতারা ঢাকায় অবস্থান করছেন। এর মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, জেলা যুবদলের সভাপতি ফারুক বেপারী, সদস্য সচিব মনিরুজ্জামান ফকু, ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান জাকির, সাধারণ সম্পাদক কামরুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হোসেন হাওলাদার, কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট সাইফুল কবির ঢাকায় অবস্থান করছেন।
মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া বলেন, ‘আমাদের বেশিরভাগ নেতাকর্মী ঢাকায় পৌঁছে গেছেন। এখনো যারা ঢাকায় পৌঁছাতে পারেনি, তারা সবাই যারা যার অবস্থান থেকে ঢাকা অভিমুখে রওনা হয়েছে। তবে ঢাকার প্রবেশ মুখে পুলিশ চেকপোস্ট বসিয়ে বাধা ও হয়রানির সৃষ্টি করছে। সব বাধা পেরিয়ে আগামীকাল সকালের মধ্যে মাদারীপুর থেকে আট থেকে ১০ হাজার নেতাকর্মী ঢাকার গণসমাবেশে অংশগ্রহণ করবে।’