মাদারীপুরে র্যাবের অভিযানে বিপুল পটকা জব্দ, দুজন আটক
মাদারীপুরে বিপুল অবৈধ বিস্ফোরক দ্রব্যসহ (পটকা) দুই ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গতকাল শুক্রবার সন্ধায় র্যাব-৮-এর একটি দল রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের মহাজনপট্রি নবীন স্টোরে অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
আটক করা ব্যক্তিরা হলেন- দোকানের মালিক টেকেরহাটের মো. রোমান মিয়া ওরফে রমেন (৫২) ও দোকানের কর্মী টেকেরহাট সংলগ্ন নয়াকান্দি গ্রামের মো. সোহেল খান (৩০)।
শনিবার সকালে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদের নেতৃত্বে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে জেলার রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের মহাজনপট্রির নবীন স্টোরে অভিযান চালান। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পটকা সংরক্ষণ ও বিক্রির অপরাধে নবীন স্টোরের মালিক মো. রোমান মিয়া ওরফে রমেন ও দোকানের কর্মী মো. সোহেল খানকে আটক করা হয়। এ সময় দোকানে তল্লাশি করে বিভিন্ন ধরণের ১২ হাজার ৪৬২ পিস পটকা উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় দুই লাখ ২৫ হাজার টাকা।
আটক আসামিদের জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের কাছ থেকে র্যাব জানতে পারে, আসামিরা দীর্ঘদিন ধরে ভারত-বাংলাদেশের দক্ষিণপশ্চিম সীমান্তবর্তী এলাকা থেকে পটকা সংগ্রহ করে পাইকারিভাবে রাজৈরসহ জেলা সদরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে।
আসামিদেরকে উদ্ধারকৃত পটকাসহ রাজৈর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।