মানিকনগরের কুমিল্লাপট্টির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মানিকনগরের কুমিল্লাপট্টিতে আজ রোববার বিকেলে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তা নিয়ন্ত্রণে আনেন। ছবি : ফোকাস বাংলা
রাজধানীর মানিকনগরের কুমিল্লাপট্টির আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ রোববার বিকেল ৩টা ২০ মিনিটে এই আগুন লাগলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট কাজ শুরু করে। পরে বিকেল ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে তারা।
এনটিভি অনলাইনকে এই তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম।
লিমা খানম বলেন, ‘মানিকনগরের কুমিল্লাপট্টিতে ছোট ছোট বস্তির মতো ঘর আছে। সেখানে আগুন লাগে। খবর পেয়েই ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছান। সাতটি ইউনিট একযোগে কাজ করে বিকেল ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’
দায়িত্বরত এই কর্মকর্তা বলেন, ‘এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। কোনো হতাহতের খবরও আমরা এখনও পাইনি। তবে বেশকিছু ঘর পুড়ে যাওয়ার কথা শুনেছি। সংখ্যাটা এখনো নিশ্চিত হতে পারিনি।’