মার্কিন পররাষ্ট্র দপ্তর ভণ্ডদের আখড়া : সজীব ওয়াজেদ জয়
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/04/08/joy.jpg)
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ছবি : এনটিভি
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে ভণ্ডদের আখড়া বলে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। দেশটির টেনেসি অঙ্গরাজ্যের কৃষ্ণাঙ্গ দুই আইনপ্রণেতার সদস্যপদ কেড়ে নেওয়ার পরিপ্রেক্ষিতে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে সজীব ওয়াজেদ জয় এ মন্তব্য করেন।
সজীব ওয়াজেদ বিষয়টি প্রসঙ্গে বিবিসির একটি সংবাদ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার দিয়ে স্ট্যাটাসে লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্যের আইনসভার সদস্যরা (একই অভিযোগে) ভোট দিয়ে দুই সংখ্যালঘু আইনপ্রণেতাকে বহিষ্কার করেছে আর একজন শ্বেতাঙ্গকে রেখে দিয়েছে। এই হলো মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের অবস্থা। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ভণ্ডদের আখড়া ছাড়া আর কিছুই নয়।’