মুন্সীগঞ্জে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুজন নিহত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকায় আজ মঙ্গলবার দুপুরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ‘ডাকাত সদস্য’ নিহত হয়েছে। এ সময় দুই র্যাব সদস্য আহত হন। সেখান থেকে একটি পিস্তল, দুটি গুলি ও সাত ভরি ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তিদের মধ্যে মাসুদ (৩৫) নামে একজনের নাম জানা গেলেও অপরজনের পরিচয় জানা যায়নি। নিহত ব্যক্তিরা আন্তজেলা ডাকাতদলের সদস্য। র্যাব ২-এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
মহিউদ্দিন ফারুকী জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বেজগাঁও এলাকায় অভিযানে চালান র্যাব সদস্যরা। এ সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা গুলি ছুড়ে। র্যাব সদস্যরা পাল্টা গুলি চালালে ডাকাত সদস্যরা পালিয়ে যায়। পরে ডাকাত দলের দুই সদস্যকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাদের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।