মুন্সীগঞ্জে ১০০ মণ জাটকা জব্দ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় জব্দকৃত ১০০ মণ জাটকা। ছবি : এনটিভি
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ১০০ মণ জাটকাসহ একটি ট্রাক জব্দ করেছে নৌপুলিশ। আজ শনিবার ভোর ৪টার দিকে উপজেলার হলদিয়া এলাকায় এসব জাটকা জব্দ করা হয়েছে।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা সিরাজুল কবীর জানান, শিমুলিয়া ঘাট থেকে ঢাকায় জাটকা নেওয়া হচ্ছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল গভীররাতে হলদিয়া এলাকার সড়কে অবস্থান নেয় নৌপুলিশ। ভোরে ওই সড়কে পুলিশের অবস্থানের কিছুটা অদূরে একটি ট্রাক রেখে পালিয়ে যায় চালকও জাটকার মালিকরা। বিষয়টি সন্দেহ হওয়ায় তল্লাশি চালিয়ে চার হাজার কেজি (১০০ মণ ) জাটকা পাওয়া যায়। পরে সকালে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও দুঃস্থ পরিবারের মধ্যে জাটকাগুলো বিতরণ করা হয়েছে।
জব্দকৃত জাটকা পরিবহণের কাজে ব্যবহৃত ট্রাকটি নৌপুলিশের হেফাজতে রয়েছে।