গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মুন্সীগঞ্জের গজারিয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মিরাজ (১৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল চারটার দিকে উপজেলার বাউশিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিরাজ উপজেলার ভবেরচর ইউনিয়নের আলীপুরা গ্রামের আবুবকর সিদ্দিক ওরফে কামালের ছেলে। তিনি গজারিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। আহতরা হলেন—তার বন্ধু সাকিব (১৫) ও রাকিব (১৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল চারটার দিকে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় তিন বন্ধু। তাদের মধ্যে রাকিব মোটরসাইকেল চালাচ্ছিল আর মিরাজ ও সাকিব পিছনে বসে ছিল। বাউশিয়া মানাবে ওয়াটার পার্কের সামনে ইউটার্ন নেওয়ার সময় কুমিল্লাগামী লেনে অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় তিনজন। তাদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসক। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে মারা যায় মিরাজ।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. খন্দকার আরশাদ কবির বলেন, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে আমাদের হাসপাতালে আনা হয়। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা দিয়ে তিনজনকেই ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত হোসেন জানান, ‘দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে। আমরা ঘাতক গাড়িটিকে শনাক্তের চেষ্টা করছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’