মেট্রোরেলের উদ্বোধনী দিনে আমন্ত্রিত যাত্রীদের কিনতে হবে ৫০০ টাকার রিচার্জ কার্ড

মেট্রোরেলের টিকেট ভেন্ডর। ছবি : সংগৃহীত
আগামীকাল বুধবার ঢাকায় ঘুরবে মেট্রোরেলের চাকা। এর মাধ্যমে বৈদ্যুতিক গণপরিবহণের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। ঐতিহাসিক এ অভিযাত্রার সাক্ষী হবেন যেসব আমন্ত্রিত অতিথি, তাদের প্রত্যেককেই এ রেলে চড়তে হবে পাঁচশ টাকার টিকেট কেটে।
আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শাহরিয়ার আলম লিখেছেন, ‘উত্তরা থেকে আগারগাঁও, ঐতিহাসিক যাত্রার জন্য প্রস্তুত। আমন্ত্রিত সব অতিথিকে নিজের টাকায় ৫০০ টাকার (টিকেট) রিচার্জ কার্ড কিনতে বলা হয়েছে।’