মেহেরপুর সমাজসেবার সেই ডিডিকে বদলি
সাংবাদিকদের ওপর হামলা করা মেহেরপুর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) মো. আবদুল কাদেরকে বদলি করা হয়েছে। আজ সোমবার রাষ্ট্রপতির আদেশে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-৪) মোহা. নায়েব আলী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে।
আবদুল কাদেরকে বদলি করে সাতক্ষীরার আশাশুনি উপজেলার এতিম প্রতিবন্ধী শিশুদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের জেনারেল ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে আজ সোমবারের মধ্যে তাকে মেহেরপুর সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালকের কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
বদলির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে মেহেরপুর সাংবাদিক সমাজের আহ্বায়ক রুহুল কুদ্দুস টিটো বলেন, ‘এটা আমাদের সম্মিলিত বিজয়। আবদুল কাদেরকে শাস্তিমূলক সাতক্ষীরার একটি উপজেলার শিশু পুনর্বাসন কেন্দ্রে জেনারেল ম্যানেজার হিসেবে বদলি করা হয়েছে।’
এদিকে, বদলির আগে সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবদুল কাদেরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মেহেরপুর সাংবাদিক সমাজের ব্যানারে সাত দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে পথসভা কর্মসূচি পালন করেন সাংবাদিকরা।
গত ৮ নভেম্বর সমাজসেবা কার্যালয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে ডিবিসি চ্যানেলের জেলা প্রতিনিধি আবু আক্তার করণ ও বাংলাদেশ রয়টার্স নামের একটি অনলাইন পোর্টালের জেলা প্রতিনিধি জাকির হোসেনকে মারধর ও তাদের ক্যামেরা ভাঙচুর করেন উপপরিচালক আবদুল কাদের ও তাঁর কার্যালয়ের কর্মীরা।