মেয়াদোত্তীর্ণ কোমলপানীয় পানে ভাই-বোনের মৃত্যু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/08/16/magura-final.jpg)
মাগুরায় মহম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামে মেয়াদোত্তীর্ণ কোমলপানীয় পান করে ভাই ও বোনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে মাগুরা সদর হাসপাতালে ছোট ভাই শিমুল মোল্যা (১২) এবং বিকেলে ফরিদপুর হাসপাতালে বড় বোন আরেফিন সুলতানা (১৮) মারা যান।
মৃত শিমুল ও আরেফিন উপজেলার বিনোদপুর গ্রামের মো. আরজু মোল্যার সন্তান। শিমুল বিনোদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র এবং আরেফিন স্থানীয় কলেজে পড়াশোনা করতেন।
শিমুল ও আরেফিনের মা শ্যামলী খাতুন বলেন, ‘রাতে ডিম দিয়ে ভাত খেয়ে আমার ছেলে মেয়ে ঘুমিয়ে পড়ে। ভোরে তাদের পেটে ব্যথা বলে অসুস্থ হয়ে পড়ে। এরপর তাদের মাগুরা হাসপাতলে ভর্তি করি।’
মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল সূত্রে জানা যায়, বিষাক্ত কোমলপানীয় পানে অসুস্থ অবস্থায় শিমুল মোল্যা ও আরেফিন নামের দুজনকে আজ ভোর ৫টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশু শিমুলের মৃত্যু হয়। পরে তার বড়বোন মোছা. আরেফিনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস মৃতদের পরিবারের বরাত দিয়ে জানান, ভ্যানচালক আরজু মোল্ল্যার ছেলে শিমুল ও কলেজপড়ুয়া মেয়ে আরেফিন গতকাল রাতে ভাত খাবার পর স্থানীয় দোকান থেকে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় পান করে। এরপর তারা দুজন অসুস্থ হয়ে পড়ে। ভোর রাতে তাদের দুজনকেই মাগুরা হাসপাতালে ভর্তি করা হলে শিশু শিমুল মারা যায়। পরে মেয়েকে ফরিদপুর মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হলে বিকেল ৪টার দিকে তিনিও মারা যান।
অভিযোগ পেলে মৃত্যুর প্রকৃত ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি ।