মোংলায় ফের ১২ ভারতীয় জেলে আটক, দুই বছরে আটক দেড়শ
আবারও বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে একটি ট্রলারসহ ১২ ভারতীয় জেলেকে আটক করেছে উপকূলরক্ষী বাহিনী বাংলাদেশ কোস্ট গার্ড। এ পর্যন্ত আট দফার ১৬২ ভারতীয় জেলেকে আটক করেছে কোস্ট গার্ড ও বাংলাদেশ নৌবাহিনী।
কোস্ট গার্ড জানায়, আজ শনিবার ভোরে এফবি সুদীপ নামক একটি মাছ ধরার ট্রলার নিয়ে ১২ জেলে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরছিলেন। এ সময় ওই এলাকায় টহলরত কোস্ট গার্ডের একটি জাহাজ তাদেরকে আটক করে। দুপুরে ভারতীয় ট্রলার ও জেলেদের মোংলায় আনা হয়।
এরপর ওই ট্রলারে থাকা বিভিন্ন প্রজাতির মাছ নিলামে বিক্রির ৫২ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী। পরে কোস্ট গার্ড সদস্যরা ভারতীয় ১২ জেলেকে মোংলা থানা পুলিশে সোপর্দ করেন।
আটক জেলেদের বিরুদ্ধে আর্ন্তজাতিক জলসীমানা লঙ্ঘন আইনে মামলা করা হয়েছে। আটক জেলেদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর কথা জানিয়েছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী।
সর্বশেষ আজ শনিবার বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা থেকে একটি ট্রলারসহ এই ১২ ভারতীয় জেলেকে আটক করা হয়।
এর আগে গত বছর ২ অক্টোবর একটি ট্রলারসহ ১৫ জেলে, ৪ অক্টোবর দুটি ট্রলারসহ ২৩ জেলে, ১৪ অক্টোবর একটি ট্রলারসহ ১১ জেলে, ১১ নভেম্বর চারটি ট্রলারসহ ৪৯ জেলে, ২২ নভেম্বর একটি ট্রলারসহ ১৪ জেলে ও এ বছরের ১৮ জানুয়ারি দুটি ট্রলারসহ ২৬ ভারতীয় জেলেকে আটক করেন নৌবাহিনী ও কোস্ট গার্ড সদস্যরা।