মোংলায় হঠাৎ ঝুম বৃষ্টি, জলাবদ্ধতা সৃষ্টি
মোংলায় হঠাৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে। আকাশ কখনও রৌদ্রজ্বল আবার কখনও হালকা মেঘলা। বেশির ভাগ সময়ই আকাশ থাকছে রৌদ্রজ্বল, তারমধ্যেই হচ্ছে ঝুম বৃষ্টি। স্বপ্ল সময়ের এ বৃষ্টিতে তাৎক্ষণিক জলাবদ্ধ হয়ে পড়ছে পৌর শহরসহ আশপাশের নিচু এলাকার রাস্তাঘাট।
আজ বুধবার সকাল থেকেই বিভিন্ন এলাকায় হঠাৎ শুরু হয় এ বৃষ্টিপাত। তবে সকাল সাড়ে ১০টার দিকে শুরু হওয়া ঝুম বৃষ্টিতে পৌর শহরের বিভিন্ন রাস্তা তলিয়ে জলাবদ্ধ হয়ে পড়েছে।
মোংলা আবহাওয়া কার্যালয়ের ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী বলেন, ‘উত্তর বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। আর গত কয়েকদিন ধরে চলে আসা তাপদাহে জলীয়বাষ্পে মেঘমালার সৃষ্টি হচ্ছে। তাই এ বৃষ্টিপাত হচ্ছে।’
তিনি বলেন, ‘আবহাওয়া পর্যবেক্ষণ করা হচ্ছে, আপাতত কোনো সংকেত দেওয়ার মতো লঘুচাপ সৃষ্টির শঙ্কা নেই। তবে দুই একদিনের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।’
এ মাসের শেষ ভাগে আরও একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।
এ মাসের মাঝামাঝি সময়ে সাইক্লোন সৃষ্টির খবর ছড়ানোর বিষয়ে তিনি বলেন, ‘সেটি এই মুহুর্তে কিছু বলা যাচ্ছেনা। কারণ এমন কিছু হতে গেলে প্রথমে লঘুচাপ, তারপর নিম্নচাপ হয়ে শেষে সাইক্লোনে রূপ নেয়। যা অবশ্য দীর্ঘ সময়ের ব্যাপার। মূলত বেশ সময় নিয়েই সাইক্লোনের সৃষ্টি হয়ে থাকে।’