মোদি আসবে বলে নবসাজে যশোরেশ্বরীপুর কালীমন্দির
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে ঘিরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর কালীমন্দির এখন নতুন সাজে সেজেছে। প্রাচীন এই মন্দিরকে সাজিয়ে দৃষ্টিনন্দন করে তোলা হয়েছে। মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে রাত দিন অবস্থান করছেন গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা।
এদিকে, নরেন্দ্র মোদিকে স্বাগত জানানো এবং নিরাপত্তা ব্যবস্থা দেখতে আজ শনিবার দুপুরে ঈশ্বরীপুর আসেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। তিনি ওই কালীমন্দিরে পূজা দেন। পরে সবার সঙ্গে কথা বলেন। নিরাপত্তার বিষয়ে অতি গুরুত্ব সহকারে কর্মকর্তাদের কাছ থেকে জেনে নেন।
এ সময় হাই কমিশনারের সঙ্গে ছিলেন ডেপুটি হাইকমিশনার রাজেশ কুমার রায়না, সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলনসহ কর্মকর্তারা।
নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে ঈশ্বরীপুরে নির্মিত চারটি হেলিপ্যাড, মন্দির প্রাঙ্গণে বিশ্রামাগার, আপ্যায়ন কক্ষ এবং সংস্কার করা রাস্তাও পরিদর্শন করেন তিনি।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে যোগ দিতে আগামী ২৬ মার্চ বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরের দিন ২৭ মার্চ তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের যশোরেশ্বরীপুর কালীমন্দির পরিদর্শন করে পূজা দেবেন বলে জানা গেছে।