‘মোবাইলে উত্ত্যক্তের প্রতিবাদ করায়’ ময়মনসিংহে নারীকে কুপিয়ে হত্যা
ময়মনসিংহ শহরের আকুয়া জুবিলি কোর্য়াটার এলাকায় সাথী (৩৫) নামের নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ঘটনাস্থল পরিদর্শনে আসা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম।
নিহত সাথী জুবিলি কোয়ার্টার এলাকায় হবিবুর রহমানের বাসায় মেয়ে নিরাকে (১০) নিয়ে ভাড়ায় থাকতেন।
সাথীর ছোট বোন শিউলি ও ভাই কামরুলের অভিযোগ, প্রতিবেশী বাবুলের ভাগ্নে হৃদয় তাদের বোনকে মোবাইল ফোনে মিসড কল দিয়ে উত্ত্যক্ত করতেন। এর প্রতিবাদ করায় বৃহস্পতিবার ভোরে বাবুল ও হৃদয় সাঙ্গ-পাঙ্গ নিয়ে সাথীর বাসায় এসে খুন করার হুমকি দেয় এবং উত্যক্ত করার প্রমাণ মুছে ফেলার জন্য সাথীর মোবাইল ফোন নিয়ে যায়।
এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে দাবি করেন নিহতের ভাই-বোন। তাদের ধারণা, হুমকিদাতারাই সাথীকে খুন করেছে।
কুপিয়ে হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) টিম। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
এসআই তাইজুল বলেন, এ বিষয়ে আগে থানায় জিডি হয়েছে কিনা তার জানা নেই।