মৌলভীবাজারে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি
মৌলভীবাজারে গত কয়েক দিন থেকে কনকনে শীত ও হিমেল হাওয়ার কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। আজ মৌলভীবাজারে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ শনিবার সকাল ও বিকেল হওয়ার পর পরই কনকনে শীত অনুভূত হতে থাকে। শীত ও হিমেল হাওয়ার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ।
জেলার শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘গত এক সপ্তাহ থেকে ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা উঠানামা করছে। আজ শনিবার ১ জানুয়ারি সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ধীরে ধীরে এখানকার তাপমাত্রা কমছে। অতীত রেকর্ড অনুযায়ী তাপমাত্রা আরও নিচে নামতে পারে।
এদিকে শীতজনিত রোগে প্রতিদিন হাসপাতালে শিশু ও বয়স্কদের নিয়মিত ভর্তি অব্যাহত রয়েছে। গরম কাপড়ের দোকানে নিম্ন ও মধ্য আয়ের মানুষের ভিড় প্রতিদিন বাড়ছে। জেলা প্রশাসন সরকারিভাবে এ পর্যন্ত ৩৫ হাজার পিস কম্বল বিতরণ করেছে।