মৌলভীবাজারে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ
মৌলভীবাজারে করোনাভাইরাস মোকাবেলায় সাধারণ মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫০ লাখ টাকার স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ বুধবার মৌলভীবাজার জেলা পরিষদের পক্ষ থেকে জেলার সাতটি উপজেলায় এসব সুরক্ষা উপকরণ হস্তান্তর করা হয়।
বিতরণকৃত এসব উপকরণের মধ্যে ছিল এক লাখ ২০ হাজার পিস মাল্টিইউজেবল থ্রি লেয়ার মাস্ক, ৪০ হাজার হ্যান্ড স্যানিটাইজার ও ৪০ হাজার সাবান।
হস্তান্তর ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোদেজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও মিডিয়া) হাসান মো. নাসের রিকাবদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান।
চলমান করোনা কার্যক্রমে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, সাতটি উপজেলার উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ সদস্য, উপজেলা ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান, ইউপি সদস্য, ও পৌরসভার কাউন্সিলরদের মাধ্যমে করোনা প্রতিরোধে সন্মুখ যোদ্ধারা এবং সাধারণ জনগণের মধ্যে সামগ্রীগুলো বিতরণ করা হবে।