বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতায় কিশোরীদের পাশে এইচএসএফ
বয়ঃসন্ধিকালীন কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় করণীয় নিয়ে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় আলোচনা সভা হয়েছে। আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে হিউম্যান সেফটি ফাউন্ডেশন (এইচএসএফ) এই আলোচনা সভার আয়োজন করে। ‘সুকন্যা’ প্রকল্পের আওতায় আলোচনায় অংশ নেয় বিদ্যালয়টির কিশোরী শিক্ষার্থীরা।
আলোচনায় কিশোরীরা বয়ঃসন্ধিকালীন মানসিক ও শারীরিক বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়। এ সময় পারিবারিক সহযোগিতা পাওয়া-না পাওয়ার বিষয়গুলো তুলে ধরেন কিশোরীরা।
আলোচনায় অংশ নেন ডা. তৌফিকুল করিম। তিনি কিশোরীদের ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার নানা পরামর্শ দেন। পাশাপাশি বেশ কয়েকজন কিশোরীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র দেন।
আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন বিপ্লব বলেন, ‘দুর্গম চরের বেশিরভাগ কিশোরী বয়ঃসন্ধিকালীন শারীরিক সমস্যার বিষয়ে অবগত নয়। ফলে এই সময়ে অনেক কিশোরী বিদ্যালয়ে আসে না। পিছিয়ে পড়ে শিক্ষা কার্যক্রম থেকে। তাই এই বিষয়ে যত তথ্য কিশোরীদের জানানো যাবে, ততই তারা সচেতন হবে।
পরে আলোচনায় অংশ নেন হিউম্যান সেফটি ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ মুকিত।