ময়মনসিংহে ছুরিকাঘাতে কলেজছাত্র খুন
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ছুরিকাঘাতে মামুন হাসান (২১) নামের এক কলেজ ছাত্র খুন হয়েছেন। এ ঘটনায় শাকিল মিয়া (২২) নামে আরেক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত মামুন ঢাকার তিতুমীর কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। শনিবার রাত সাড়ে আটটার দিকে পাটিরা হুরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ফুলবাড়িয়ার থানার উপ-পরিদর্শক মো. হানিফ উদ্দিন বলেন, ‘শাকিল মিয়া ও মামুন উপজেলার কালাদহ গ্রামের দুই বোনের সাথে প্রেম করত। শাকিল এক পর্যায়ে ছোটবোন শান্তাকে নিয়ে পালিয়ে যায়। পরে সেই মেয়েকে ফিরিয়ে আনে পরিবার। মামুন শান্তার বড় বোন মাহমুদার সাথে প্রেম করত। বিষয়টি মামুন ব্যক্তিগতভাবে নিয়েছিল। গতরাতে শান্তার কণ্ঠ নকল করে শাকিলকে ডেকে আনে মামুন। পাটিরা হোরবাড়ি স্কুলের পাশে জঙ্গলের মত স্থানে নিয়ে শাকিলকে হত্যার চেষ্টা করে মামুন। পরে ধস্তাধস্তির সময় মামুনের হাতের ছুরি তার হাত থেকে পড়ে যায়। নিজে বাঁচতে সেই ছুড়ি দিয়ে মামুনকে একাধিক আঘাত করে শাকিল। মামুন ঘটনাস্থলেই মারা যায়। তবে শাকিল পালায়নি। পরে লোকজন এসে ত্রিপল নাইনে ফোন করলে পুলিশ এসে শাকিলকে গ্রেপ্তার করে।’ মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। মৃতদেহ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।