চাঁদাবাজি সিন্ডিকেট বন্ধ না হলে সংস্কার করা সম্ভব না : সারজিস আলম
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘শেখ হাসিনার আমলে আলেম ওলামাকে পাইকারিভাবে জঙ্গি বানিয়েছে। অনেককে জেলের ভেতরে নির্যাতন করে হত্যা করা হয়েছে। নতুন বাংলাদেশ আবারও কাউকে খুনি হাসিনার মতো ফ্যাসিস্ট হতে দেখার জন্য জুলাই বিপ্লব হয়নি। চাঁদাবাজি সিন্ডিকেট বন্ধ না হলে সংস্কার করা সম্ভব না।’
আজ শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ টাউন হলে এক সেমিনারে সারজিস আলম এসব কথা বলেন।
সারজিস আলম আরও বলেন, প্রত্যেক শহীদ পরিবার চায় ফ্যাসিবাদী শেখ হাসিনা ও তার দোসরদের বিচার করা হোক। পুলিশ বাহিনীর এখনও শিক্ষা হয়নি। অনেকেই নিজেদের বিভিন্ন দল-মতের কাছে সপে দিচ্ছে। তেমনি রাজনৈতিক দলের পক্ষ থেকেও টাকা ও জনশক্তি দিয়ে ফ্যাসিস্টদের পক্ষে কাজ করা হচ্ছে। সরকারের সব জায়গায় পদায়নের সময় রাজনৈতিক দলের তদবির শুরু হয়। এজন্য জুলাই আন্দোলন হয়নি। দ্রব্যমূল্য বৃদ্ধিতেও আগের সিস্টেমকে অপব্যবহার করা হচ্ছে। এখন এসবের বিরুদ্ধে কথা না বললে আগের সিস্টেম ফিরে আসবে। চাঁদাবাজি সিন্ডিকেট বন্ধ না হলে সংস্কার করা সম্ভব না। সিন্ডিকেটের কবলে পরে নিত্যপণ্যের দাম বাড়ছে।
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজত ইসলাম বাংলাদেশের সমাবেশে এবং ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে শহীদদের স্মরণে ‘জুলাই বিপ্লবোত্তর আকাঙ্ক্ষা ও সম্ভাবনা সেমিনার’ জাগরণী সংগীত সন্ধ্যার আয়োজন করে ময়মনসিংহের কওমি মাদ্রাসার ছাত্র মো. সিরাজুল হকের স্মরণে ‘আসসিরাজ’ নামে একটি সংগঠন।