ময়মনসিংহে বিএনপির লিফলেট বিতরণ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/02/27/220227_mymen_bnp_leflite_distribution.still001.jpg)
ময়মনসিংহ মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ সফল করতে নেতাদের লিফলেট বিতরণ। ছবি : এনটিভি
দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং টিসিবির মাধ্যমে উপজেলা পর্যায়ে ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রির দাবিতে ময়মনসিংহ মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ সফল করতে লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ রোববার সকালে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দের নেতৃত্বে বিএনপির নেতারা শহরের বিভিন্ন বাজার ও রাস্তায় পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেন।
আগামীকাল সোমবার সকাল ১১টায় ময়মনসিংহ শহরে বিএনপির জেলা কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আবু ওয়াহাব আকন্দ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকার কথা রয়েছে।