‘যারা শাওনকে হত্যা করেছে, তারা জনগণের অধিকার হত্যা করেছে’
মুন্সীগঞ্জে বিএনপি ও পুলিশের সংঘর্ষের মধ্যে আহত হয়ে মারা যাওয়া যুবদলনেতা শহিদুল ইসলাম শাওনের বাবা তোয়াব বলেছেন, যারা আমার সন্তানকে হত্যা করেছে, তারা জনগণের অধিকারকে হত্যা করেছে।
আজ শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। শাওন হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তোয়াব বলেন, ‘আমাকে ভয় ভীতি দেখানো হচ্ছে, আপনারাই আমার ভরসা। আপনারা আমার পাশে থাকলে কোনো শক্তিকেই আমি ভয় পাই না। আমার ছেলে গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে নিহত হয়েছে। যারা আমার সন্তানকে হত্যা করেছে, তারা জনগণের অধিকারকে হত্যা করেছে।’
সমাবেশে মির্জা ফখরুল বলেন, ‘আজকে শাওনের বাবার কণ্ঠে আমরা আহাজারি শুনিনি, তাঁর চোখে অশ্রু দেখিনি। তাঁর চোখে আগুন দেখেছি। বজ্রকণ্ঠে তিনি বলছেন—আমি আপস করব না।’
বিএনপি মহাসচিব বলেন, ‘শাওনের বাবাকে ভয় দেখানো হচ্ছে। বলা হচ্ছে, তুমি বলো—পিছন থেকে ইটের আঘাতে সে (শাওন) মারা গেছে। তুমি বলো—তাকে বিএনপির লোকেরাই মেরেছে।’
ফখরুল বলেন, ‘শাওনের যে ডেথ সার্টিফিকেট তাতে পরিষ্কার করে বলা হয়েছে যে, মেসিভ ব্রেইন ইনজুরি ডিউ টু গান শট। বন্দুকের গুলিতেই তার মৃত্যু হয়েছে। তাই আর মিথ্যাচার করবেন না। মিথ্যাচার করে জনগণকে বোকা বানিয়ে রেখেছেন।’